মোহাম্মদ হোসেন, হাটহাজারী :
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী পৌর সদরের মুন্সির মসজিদ এলাকায় সিএনজি অটোরিক্সার সাথে সেনাবাহিনীর ফায়ারের গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৩ জন।
শুক্রবার ( ১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি ঘটনাস্থলে রয়েছে।
এ ঘটনায় নিহত একজনের নাম রোকেয়া বেগম (৪৫) । অপরজনের পরিচয় মেলেনি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে।
আহতরা হলেন- হাটহাজারী পৌর এলাকার আবদুস ছবুর (২৫) আশরাফ সিকদার (২৮) ও মো. জাহেদ (৪৩)।
তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর শাহাদাত হোসাইন ঘটনার বিষয়ে জানলেও বিস্তারিত জানাতে পারেননি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএনজি অটোরিক্সার সাথে সেনাবাহিনীর ফায়ারের গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনস্থলে দুইজন মারা গেছে। হতাহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দোলা রেজা বলেন, ‘গাড়ি চাপায় হাটহাজারীর মীরেরহাটে দুজন নিহত হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাইনি।’
পাঠকের মতামত: