ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে চকরিয়াতে ছাত্রশিবিরের বিক্ষোভ

sdr

প্রেসবিজ্ঞপ্তি :: সুইডেন মুসলমানদের ধর্মীয়গ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে চকরিয়াতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩জানুয়ারী সকাল বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ পুরাতন বাস স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কায়ুম মুরাদ, কক্সবাজার জেলা সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আরিফুল কবির, সেক্রেটারী কুতুবউদ্দিন হেলালীসহ চকরিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সুইডেনে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্ব মুসলমানদের কলিজায় আগুন লাগিয়েছে, এমন উস্কানীমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অবিলম্বে কোরআন অবমাননাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

পাঠকের মতামত: