ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

সিনিয়র সহকারী সচিব হলেন চকরিয়ার সন্তান নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুল হুদা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো.নুরুল হুদা চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার সাবেক দুইবারের সফল ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রগতিশীল মননের ব্যক্তি খোরশেদ আলমের বড় ছেলে।

মো. নুরুল হুদা শ্রীমঙ্গলের সহকারি কমিশনার হিসাবে যোগদান করেন। পরবর্তীতে সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসার এবং রাঙ্গামাটিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত: