কক্সবাজার থেকে প্রচারিত অন্যতম প্রধান অনলাইন নিউজ পোর্টাল ‘সিটিএন২৪.কম’ সম্পাদক ও প্রকাশক কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলমকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার এবং ওই অনলাইন নিউজ পোর্টালের তিন সাংবাদিককে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় হয়রানির নিন্দা জানিয়েছে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব। একই সাথে এই সংবাদসেবী ও পোর্টাল মালিকের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব নেতারা জানিয়েছেন, কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাঁও এলাকার এক ব্যক্তিকে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেয়া এবং ‘লাশ উদ্ধার’ সম্পর্কিত একটি সংবাদকে কেন্দ্র করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জুলাই রাতে সিটিএন২৪.কম সম্পাদক মো. সরওয়ার আলমকে তার কক্সবাজার শহরের অনলাইন পত্রিকা কার্যালয় থেকে নিয়ে যায় এবং পরদিন পুলিশ তথ্য ও প্রযুক্তি আইনের বহুল সমালোচিত ৫৭ ধারার মামলায় সরওয়ার আলম ও তার অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ ও প্রধান প্রতিবেদক শাহেদ মিজানকে বিবাদী করে।
বিবৃতিতে তারা বলেন, ওই সংক্রান্ত সংবাদটি সিটিএন কর্তৃপক্ষ ইতিমধ্যে দু:খ প্রকাশ করে প্রত্যাহার করে নিয়েছেন।আগামী ২২ জুলাই তাঁর বিয়ের দিনও নির্ধারিত আছে । এমতাবস্থায় মানবিক কারণে ও সংবাদ পত্রের স্বাধীনতা অক্ষুন্ন রাখার স্বার্থে অবিলম্বে সরওয়ার আলমের নিঃশর্ত মুক্তি এবং তথ্য ও প্রযুক্তি আইনের মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, ককসবাজার নিউজ, সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমদ জয়, ককসবাজার মিরর, সহ-সভাপতি মো:রেজাউল করিম, ইদগাঁও নিউজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ নিউজ, সহ-সভাপতি জহিরুল ইসলাম. চকরিয়া নিউজ, সহ-সভাপতি মো:রওশন আলী, মহেশখালী নিউজ, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে ,সম্পাদক ,যুগ্ম সম্পাদক সৈয়দ মো: শাকিল, ডেইলী ককসবাজার, যুগ্ম সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, উখিয়া নিউজ , প্রকাশক সহ-সাংগঠনিক সম্পাদক মো:ফারুক পেকুয়া নিউজ, কোষাধ্যক্ষ ঈসমাইল সাজ্জাদ,ককসবাজার টুডে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল্লাহ সোহেল,ককসবাজার মিরর, দপ্তর সম্পাদক ইব্রাহীম বাবু, ককস নিউজ ২৪, পাঠাগার সম্পাদক শামসুদ্দিন মাহমুদ লিটন, চকরিয়া নিউজ, প্রচার সম্পাদক আবদুল্লাহ নয়ন, ককসবাজার টুডে, সহ প্রচার সম্পাদক, আনোয়ার সাদাত মহেশখালী নিউজ, সদস্য আহমদ গিয়াস, ককস টুডে, এইচ , এন আলম, ঈদগাঁও নিউজ, নুরুল হাকিম আনোয়ার, টেকনাফ নিউজ, শহীদুল ইসলাম হীরু , পেকুয়া নিউজ।
পাঠকের মতামত: