ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সালাহউদ্দিন জাতীয় নেতৃত্বে কক্সবাজারবাসীর মুখ উজ্জল করেছেন: লুৎফুর রহমান কাজল

30বার্তা পরিবেশক :

‘সালাহউদ্দিন আহমদকে বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রমাণ করেছেন বিএনপি সবসময় ‘কক্সবাজার বান্ধব’ দল। আর সালাহউদ্দিন আহমদ তাঁর যোগ্যতা বলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে কক্সবাজারবাসীর মুখ উজ্জল করেছেন’ – প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-রামুর সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এ কথাগুলো বলেছেন।

৬ আগষ্ট শনিবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আনন্দ মিছিল ও শোকরিয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক উসমানী , সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম , পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী , জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান , কেন্দ্রীয় যুবদল সদস্য এম মোকতার আহমদ ,যুবদল জেলা সভাপতি সৈয়দ আহমদ উজ্জল , সাধারণ সম্পাদক জিসান উদ্দিন ,সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ , জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাশেল ও সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ।

ইতোপূর্বে বৃষ্টি¯œাত এক আনন্দ মিছিল জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় নেতা কর্মীদের মিষ্টিমুখ করানো হয় ।

পাঠকের মতামত: