ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘সার্ফাররা কক্সবাজারকে বিশ্বের দরবারে তুলে ধরছে’

184117IMG_7175কক্সবাজার প্রতিনিধি :::

‘পরিবেশ বান্ধব একটি জলক্রীড়ার নাম সার্ফিং। সার্ফিং যতই এগিয়ে যাচ্ছে কক্সবাজার পর্যটন কেন্দ্র হিসেবে ততই সমাদৃত হচ্ছে। সার্ফিংয়ের মাধ্যমে সার্ফাররা কক্সবাজার তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছে। তাই সার্ফিংকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু গতকাল বৃহষ্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের আয়োজনে তিন দিন ব্যাপী ‘সার্ফিং টুর্নামেন্ট-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, সাগরের উথাল পাথাল ঢেউয়ের সাথে এই খেলায় সার্ফারদের যেমনি শারিরিক গঠন হয় তেমনি পর্যটকরাও অতিমাত্রায় আনন্দ উপভোগ করে। এছাড়া সমাজেরও কুসংস্কার দুর করতে সহায়ক ভুমিকা পালন করে এরকম খেলাধুলা। এক্ষেত্রে সার্ফিং সবচেয়ে বেশি অবদান রাখবে। তাই তিনি সার্ফারদের ‘সাগরের জীবন রক্ষাকারী যোদ্ধা’ বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, কক্সবাজারে সার্ফিংয়ের নিয়মিত চর্চা হলেও এখনো দেশের মানুষ সার্ফিং সম্পর্কে তেমন জানেনা। সার্ফিংকে এখনো বাংলাদেশের মানুষ বিভিন্ন বিদেশি টেলিভিশনের পর্দায় দেখছে। কিন্তু এখন কক্সবাজার সমুদ্র সৈকতে বাস্তবে দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই চলতি পর্যটন বৎসরেই সার্ফিংকে  বাংলাদেশের আনাচে কানাচে পরিচিত করতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনদিন ব্যাপী জাতীয় সার্ফিং টুর্নামেন্টে তিন ক্যাটাগরিতে এবারে ৯০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ১০ জন নারী প্রতিযোগি। ২১-২৩ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড ও সুইডেন থেকে সার্ফিং ইন দ্য নেশনের উদ্যোক্তা টম বাওয়ারের নেতৃত্বে আগত ১৬ জন বিদেশি সার্ফার। বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্রাক চিকেন, নভো এয়ার, বাংলাদেশ পর্যটন কর্পোশন, হোটেল ওশান প্যারাডাইস, বেস্ট ওয়েস্টার্ন ও  নিসর্গ রিসোর্ট।

বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ইলিয়াস এমপি, খোরশেদ আরা হক এমপি, পর্যটন কর্পোরেশনের যুগ্ন সচিব ড. মুহাম্মদ নাছির উদ্দিন, সার্ফিং ইন দ্যা নেশনের উদ্যোক্তা টম বাওয়ার, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা ও জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল।

পাঠকের মতামত: