ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

FB_IMG_1486563311364সংবাদ বিজ্ঞপ্তি :::

সারা দেশের ন্যায় কক্সবাজারেও বর্ণাঢ্য আয়োজনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার বিকালে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংগঠনের সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. ইকবালুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, এড. আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন হেলালী, আজাদ মনছুর ও রিফাত জাহান। এসময় বক্তারা বলেন, বিশ্বে প্রতিনিয়ত মানবাধিকার ভুলুন্ঠিত হচ্ছে। সামান্য কারণে খুন হচ্ছে মানুষ। টাকা আর অঢেল সম্পদের নেশায় মানুষ ভুলে গেছে মানবতা। তাই মানবাধিকার রক্ষায় সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে। দাঁড়াতে বঞ্চিত ও অসহায় মানুষের পাশে। হানাহানি বন্ধ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার আগে পরিবর্তন করতে হবে নিজেকে। আজিজুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশুদ্দিন মানিক, জাহাঙ্গীর আলম শামস, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ তুহিন, কামরুল হাসান ও ইলিয়াছ মিয়া। পরে কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ হয়।

পাঠকের মতামত: