ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আক্রান্ত ৭

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ::
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে পুলিশ সদস্য রয়েছে ২ জন ও স্বাস্থ্যকর্মী আছে ২ জন। করোনা সংক্রমণ হওয়া অন্য তিন জনের মধ্যে একজন নারী রয়েছেন। এই নিয়ে সাতকানিয়ায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১ জন। সরকারি হাসপাতাল থেকে করোনা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাদার্শার একই পরিবারের ৭ জনসহ ১৩ জন বাড়ি ফিরেছেন।

৮ মে চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটিতে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০টি করোনা পজিটিভ হয়। তারমধ্যে সাতকানিয়ার ৭ জন শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ট্রাফিক পুলিশ সদস্য (৫৫), জেলা পুলিশ সদস্য (২৪), উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তুলাতলীর স্টাফ(৩৪), বাজালিয়ার স্বাস্থ্যকেন্দ্রে কর্মচারী (৩৮), সোনাকানিয়ার মির্জাখিলের কিশোরী (২২), পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা (২৪) ও পশ্চিম গাটি ডেঙ্গার বাসিন্দা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম।

পাঠকের মতামত: