মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম ::
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি তুচ্ছ ঘটনার জেরে যুবলীগ কর্মীর হাতে খুন হয়েছে মোঃ জিয়াবুল নামে অপর এক যুবলীগ কর্মী। ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর ২নং ওয়ার্ডের নুর পাড়ায় সামাজিক একটি পুকুর থেকে মাছ চুরির বিষয়ে জিয়াবুলের সাথে একই ওয়ার্ডের যুবলীগ কর্মী মোঃ জসিমউদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনার জেরে জিয়াবুলের মাথা ও মুখে বাটাম দিয়ে আঘাত করে জসিম। এতে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এক সপ্তাহ পর শুক্রবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিয়াবুল মারা যায়। জিয়াবুল ওই এলাকার আব্দুস ছবুরের ছেলে।
পাঠকের মতামত: