মহেশখালী প্রতিনিধি :: মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার ১৬ মার্চ রাত ১০টার দিকে মহেশখালী জেটিঘাটে লাশ লাশ দুটি নিয়ে আসেন জেলেরা। পরে স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছন কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল। তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি জালের সাথে পেচিয়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের আব্দু শুক্কুরের পুত্র নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের পুত্র আরিফ উল্লাহ (২৫)। পুলিশ বলছে, ঘটনাটি কক্সবাজার সংলগ্ন সাগরে ঘটেছে।
স্থানীয়রা জানান, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোটে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যায়। দুদিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুইজন জেলে মৃত্যু হয়। ১২ জন জীবিত অবস্থায় ফিরে আসেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, সাগরে দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থল মহেশখালীর বাইরে হওয়ায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি।
পাঠকের মতামত: