ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সাগরে মহেশখালীর ৫ জেলে গুলিবিদ্ধ-আহত-২০

এম রমজান আলী, মহেশখালী ::

বঙ্গোপসাগরে ১৬ বিউ নামকস্থানে ছোট মহেশখালীর ৫জেলে গুলিবিদ্ধ, আহত ২০ জন। ২৮ জুলাই দুপুর ২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের রেজাউল করিম মেম্বারের মালিকানাধীন এফ.বি আল মদিনা ট্রলারটি ফিশিংয়ের উদ্দেশ্যে সাগরের ১৬ বিউ নামক স্থানে পৌছাঁ মাত্রই উৎপেতে থাকা চিহ্নিত জলদস্যুরা ট্রলারটির উদ্দেশ্যে গুলি ছুড়েঁ একপর্য্যায়ে ৫জেলে গুলিবিদ্ধ, ২০জন গুরুতর আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন ছৈয়দ নুর মাঝি, আব্দু জলিল, ছৈয়দ হোছন, শাহেদ, রেজাউল করিম প্রকাশ মনু। আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।আহত জেলেরা জানান, চিহ্নিত জলদস্যুরা আমাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করে তা দিতে অপারগতা প্রকাশ করায় আমাদের উপর গুলি সহ আরো বেশী অত্যাচার, অস্ত্রের বার্টের আঘাত, দা, কিরিচ ও লোহার রটের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। শেষ পযর্ন্ত জলদস্যুরা আমাদের কাছ থেকে ২লক্ষ টাকা সহ অন্যান্য জিনিসি পত্র কেড়েঁ নিয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, তথ্যের উপর ভিত্তি করে অভিযান চলবে, জলদস্যু যেই হোক চিহ্নিত হলেই যেখানে থাকুক না কেন খোজেঁ বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পাঠকের মতামত: