সংবাদ বিজ্ঞপ্তি : আহবায়ক কমিটি বিলুপ্ত করে পরিশ্রমী কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার এর নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (২০ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সকলের সম্মতিক্রমে সভাপতি এম,এ আজিজ রাসেল (দৈনিক আমাদের কক্সবাজার/দৈনিক সকালের সময়) ও সাইফুল ইসলাম (দৈনিক আজকের কক্সবাজার) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি বেদারুল আলম (দৈনিক কক্সবাজার), সহ-সভাপতি রেজাউল করিম (কক্সবাজার বেতার/দৈনিক আজাদী), সহ-সভাপতি ছৈয়দ আলম (দৈনিক হিমছড়ি/ দৈনিক আমাদের নতুন সময়),
সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক কক্সবাজার প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শহীদুল করিম শহীদ (দৈনিক আমার বাংলা), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস (দৈনিক আপনকণ্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক জয় (দৈনিক রূপসীগ্রাম) ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল (দৈনিক রূপালী সৈকত)। নিবার্হী সদস্য যথাক্রমে-ছৈয়দুল আজাদ চৌধুরী (দৈনিক রূপালী সৈকত), আবদুল মালেক সিকদার (দৈনিক আমাদের কক্সবাজার), মোঃ জাহেদ (দৈনিক গণসংযোগ)।
পাঠকের মতামত: