ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সাংবাদিক মোনায়েম খানের অবস্থা সংকটাপন্ন, প্রয়োজন ‘এবি পজিটিভ’ প্লাজমা

ইমাম খাইর, কক্সবাজার ::
করোনা আক্রান্ত কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খানের অবস্থা সংকটাপন্ন। গতরাতে তাকে বাড়ি থেকে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে। এই মুহুর্তে তার জন্য ‘এবি পজিটিভ প্লাজমা’ খুবই দরকার।

চিকিৎসকের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন সঙ্গে থাকা ছোট ভাই (শ্যালক) জয়নাল আবেদিন।

তিনি মুঠোফোনে (০১৮১৯৬৩৩৮৯১) জানান, মোনায়েম ভাইয়ের অবস্থা গত দুইদিনের চেয়ে খারাপের দিকে। শ্বাসকষ্ট বেড়ে গেছে। অক্সিজেন পাচ্ছে না। তাকে আইসিউতে নেয়া খুবই প্রয়োজন। অনেক জায়গায় খোঁজ নিয়েও আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না। তাকে ভেন্টিলেশনে রাখার নেহাত প্রয়োজন।

জয়নাল জানান, স্ত্রী, সন্তানসহ পরিবারের সবাই করোনা আক্রান্ত। কাউকে কেউ দেখার সুযোগ নেই।

প্রসঙ্গত, গত রবিবার (৩১ মে) আব্দুল মোনায়েম খানের করোনা শনাক্ত হয়েছে। তিনি জাতীয় ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি ও শহরের তারাবনিয়ারছরা এলাকার বাসিন্দা।

গত ২৩ মে থেকে তার জ্বর অনুভব হয়। ৪-৫ দিনেও নিয়ন্ত্রণে না আসায় তিনি ২৬ মে করোনার স্যাম্পল জমা দেন। ৩১ মে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর রহমত ও সবার কাছে দোয়া চেয়েছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খান।

পাঠকের মতামত: