ঢাকা,মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

সাংবাদিক জিসানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন

বিশেষ প্রতিবেদক:manobdondhon
জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রামু প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কক্সবাজারের বিভিন্ন সংগঠন।
এ দাবীতে সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় কক্সবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়।
এতে বক্তারা বলেন, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী, বহু মামলার পলাতক আসামীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একজন সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপানো হয়েছে। ঘটনায় জড়িত ইয়াবা ব্যবসায়ী আবু বক্কর ও সন্ত্রাসীদের রহস্যজনক কারণে গ্রেফতার করেনি পুলিশ। দ্রুত সময়ে এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা। অন্যথায় মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন- কলকাতাভিত্তিক টিভি চ্যানেল-১০ এর কক্সবাজার প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, কক্সবাজার সিটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল আলীম নোবেল, কক্সবাজার খবর সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, পরিবেশ সংগঠক কল্লোল চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য আজিম নিহাদ, পূর্বপশ্চিম বিডি ডট কমের কক্সবাজর প্রতিনিধি সাইফুল আলম বাদশা, দৈনিক আমাদের কক্সবাজার এর চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক ছৈয়দ আলম, প্রতিদিনের সংবাদের টেকনাফ প্রতিনিধি দলিল আহমেদ ফারুকী, সংবাদকর্মী মুহিবুল্লাহ মুহিব, সাদ্দাম হোসেন, দ্য ডেইলি ইন্ডাষ্ট্রির কক্সবাজার প্রতিনিধি জাফর আলম চৌধুরী, দৈনিক সমুদ্র কন্ঠের নিজস্ব প্রতিবেদক এস্তে ফারুক, দৈনিক নব চেনার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদার, ক্রাইম নিউজের নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমান ও জাতীয় যুবজোট নেতা ইকরামুল হক কন্ট্রাক্টর ও দিদারুল আলম।
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও কক্সবাজার সিটি প্রেসক্লাবের যৌথ আয়োজনে মানববন্ধনে কক্সবাজার সিভিল সোসাইটি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও জাতীয় যুবজোটের নেতৃবৃন্দ এতে সংহতি প্রকাশ করেন।
ইয়াবা ব্যবসায়ী এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামী আবু বক্করের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দিদারুল আলম জিসানের ওপর গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হামলা চালানো হয়।

পাঠকের মতামত: