ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক ছোটনের বাড়িতে হামলা ও চকরিয়া নিউজ সম্পাদক জহিরকে হুমকি দেয়ায় উদ্বেগ ও নিন্দায় সাংবাদিক নেতৃবৃন্দরা

বার্তা পরিবেশক ::
দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদীর চকরিয়া প্রতিনিধি সাংবাদিক ছোটন কান্তি নাথকে হত্যার হুমকি পরবর্তী গভীর রাতে বাড়িতে আক্রমণ ও গুলিবর্ষণ এবং চকরিয়া থেকে প্রকাশিত আলোচিত অনলাইন পত্রিকা ‘চকরিয়া নিউজ ডটকম’ সম্পাদক ও চকরিয়া অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চকরিয়া ও কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। এ ধরণের হুমকি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ও গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার শামিল। তাই সাংবাদিক ছোটনের বাড়িতে হামলাকারী ও সাংবাদিক জহিরুল ইসলামকে হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক বিবৃতিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় অচিরেই কর্মসূচী নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন সাংবাদিকরা।
বিবৃতিদাতারা হলেন চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী, চকরিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান মাহমুদ, দৈনিক যুগান্তর চকরিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি ছোটন কান্তি নাথ, সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি রফিক আহমদ, সহ সাধারণ সম্পাদক-মনছুর আলম রানা দৈনিক সাগরদেশ কক্সবাজার নিউজ, অর্থ সম্পাদক-সাইফুল ইসলাম খোকন দৈনিক সৈকত ও বাংলাদেশের খবর, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এইচ আরমান চৌধুরী, আমার সংবাদ ও ইনানী প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম রায়হান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে ইসলাম-চকরিয়া নিউজ, সমাজ কল্যাণ সম্পাদক-এম আলী হোসেন দৈনিক করতোয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম সাগর. টেকনাফ নিউজ, ক্রীড়া সম্পাদক-জামাল হোসেন. দৈনিক সকালের কক্সবাজার ও সিটিএন নিউজ, তথ্য প্রযুক্তি সম্পাদক-এস এম হান্নান শাহ দৈনিক দেশ বিদেশ ও উখিয়া নিউজ, আইন বিষয়ক সম্পাদক-অধ্যাপক হারুণ ছরওয়ার বাদল চকরিয়া নিউজ, সামশুদ্দিন মাহমুদ লিটন চকরিয়া নিউজ, জমির হোসেন কক্সবাজার ভিশন, এম. নুরুদ্দোজা জনি দি কক্সবাজার ম্যাসেজ নিউজসহ চকরিয়া ও কক্সবাজারে কর্মরত সাংবাদিক সমাজ।

পাঠকের মতামত: