ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক গবেষক মালিক সোবহান’র ৮ম মৃত্যুবার্ষিকীর’র স্মরণ সভায় বক্তারা, মালিক সোবহান প্রজন্মের জন্য অনুকরণীয়

ুযঙযৃুসংবাদ বিজ্ঞপ্তি ::

সাংবাদিক মালিক সোবহান ছিলেন কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামের গর্বের ধন। ক্ষণজন্মা মালিক কেবল সাংবাদিক ছিলেন না। তিনি একাধারে অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, গল্পকার, কথক, চলচিত্র বিশ্লেষক। অল্প বয়সে গবেষণাধর্মী কক্সবাজার চরিত-কোষ পাঠক প্রিয়তা লাভ করে। দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের মত ব্যক্তি নিয়ে পিএইচডি করার সাহস দেখিয়ে কক্সবাজারকে গৌরবান্বিত করেছেন। দুঃখের বিষয় পিএইচডি শেষ না করতেই অভিমানি মালিক সোবহান চিরতরে চলে যান যেখান থেকে কেউ কোন দিন ফিরেনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কাউকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিলে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে কেবল মালিক সোবহান কে দেয়া হয়েছে। এটি কক্সবাজারের জন্য গৌরবের। ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে কক্সবাজার প্রেসক্লাব সভা কক্ষে  সিএসএস  আয়োজিত মালিক সোবহান’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তাগণ উপরোক্ত কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত ও সিএসএস’র সভাপতি আজাদ মনসুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক রফিকুল ইসলাম সোহেল। স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি, কক্সবাজার সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি লোক গবেষক সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, গবেষক ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিত সেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক দৈনিক হিমছড়ি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, মালিক সোবহান’র বড় ভাই ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুস সালাম, রামু ডিগ্রি কলেজের কম্পিউটার বিভাগের সহাকারী অধ্যাপক শহীদুল হক কাজল, মোহনা টিভির আমিনুল হক আমীন, সেভ দ্য নেচারের সভাপতি সাংবাদিক কল্লোল দে চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার মফস্বল সম্পাদক দীপক শর্মা দীপু, জাতীয় মানবাধিকার সোসাইটির কক্সবাজার জেলা চেয়ারম্যান এস.এম.ছৈয়দদ উল্লাহ আজাদ, কক্সবাজার মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক ছড়াকার জহির ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার প্রতিদিন’র সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাকিল, কক্সবাজার বাংলার সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, কক্সবাজার খবর’র সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, সাংবাদিক রফিকুল ইসলাম সোহেল, মনজুর আলম প্রমূখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কক্সবাজার সাহিত্য একাডেমীর যুগ্ম সম্পাদক ছড়াকার জহির ইসলাম।

বক্তাগণ আরও বলেন, মালিক সোবহান প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর সংগ্রহশালা, মালিক সোবহান ট্রাস্ট ও অপ্রকাশিত পান্ডুলিপিগুলো প্রকাশ করার দাবী জানিয়েছেন ।

পাঠকের মতামত: