কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের (এম. আর খোকন) বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমুলক ও উদ্দেশ্য প্রনোদিত দাবী করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর বলেন,
সাংবাদিক এম. আর খোকন নোংরা পলিটিক্সের শিকার। ইতিপূর্বেও একটি চক্র তাকে বাংলা ভিশন থেকে চাকরিচ্যুত করতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়ে চক্রটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজু করিয়েছে। যা উদ্বেগজনক।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতায় এম. আর খোকনের বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। একজন আপোষহীন, প্রতিবাদি ও পরিচ্ছন্ন সাংবাদিক হিসেবেও তাঁর সুনাম রয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি একজন সফল ব্যবসায়ি হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। সাংবাদিকতা ও ব্যবসায় তার ধারাবাহিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে চক্রটি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে সম্মানহানি ও সামাজিক ভাবে হয়রানি চেষ্টা চালাচ্ছে।
নেতৃবৃন্দ মিথ্যা মামলা থেকে সাংবাদিক এম. আর খোকনকে অব্যাহতি দেয়ার জোর দাবী জানান।
পাঠকের মতামত: