নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর ভোটাধিকার বঞ্চিত সদস্যরা তাদের ভোটাধিকার ফিরে পেতে এবং প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
আজ ২ এপ্রিল বেলা আড়াইটায় এ সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে ভোটার বঞ্চিত সদস্যরা দাবী করেন, তারা সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি রেজিঃ নং চট্টো ২৫৭৫ এর বোনাফাইট সদস্য। সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পূর্বে খসড়া ভোটার তালিকা প্রনয়নের পর তা প্রকাশ করার বাধ্যবাধকতা থাকলেও কার্যনির্বাহী কমিটি সরাসরি চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে ২০২৪ সালের ৩০ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করেন।
সাংবাদিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে প্রণীত উক্ত ভোটার তালিকায় আমাদের নাম বাদ দেয়া হলে আমরা বাধ্য হয়ে তা আইনীভাবে চ্যালেঞ্জ করি। কক্সবাজার সিনিয়র সহকারী জজ সদর আদালতে আমরা অপর ৩১৬/২৪ মামলা দায়ের করি। মাননীয় আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে ভোট গ্রহণে নিষেধাজ্ঞাদেশ দেন। তারা দুখ প্রকাশ করে বলেন, ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির ৩নং সদস্য মাহবুবুর রহমান অন্যায্যভাবে এবং নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নিরপেক্ষতার শপথ ভঙ্গ করে উক্ত নিষেধাজ্ঞাদেশের বিরুদ্ধে কক্সবাজার জেলা জজ আদালতে মীচ আপীল ৮৩/২৪ দায়ের করেন। মীচ আপীল স্মারকে মাহবুবুর রহমান দাবি করেন আমরা নাকি কেউ সাংবাদিক নই এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য নই। উক্ত মীচ আপীল শুনানী শেষে বিজ্ঞ জেলা জজ আমাদের আরজি খারিজ করে দিলে মহামান্য হাইকোর্টে উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করি। মাননীয় বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ ২৫ মার্চ আমাদের আপীলটি গ্রহন করে আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলা জজের আদেশ ও ডিক্রির উপর স্থগিতাদেশ প্রদান করেন। আমরা মহামান্য হাইকোটের তলবানা জমাদিয়ে সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করি কিন্তু কোর্ট বন্ধ হয়ে যাওয়ায় হাইকোর্টের উক্ত আদেশের সার্টিফাইট কপি পেতে বিলম্বিত হয়। এমতাবস্থায় হাইকোর্টের উক্ত আদেশের বিষয় উল্লেখ পূর্বক ল’য়ার সার্টিফিকেট ইস্যু করে উক্ত সার্টিফিকেট গত ২৬ মার্চ ২০২৫ইং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ অন্য দুই জনকে হাতে হাতে দিয়ে আদালতের আদেশ সম্পর্কে অবহিত করি। মহ্যমান্য হাইকোর্টের আদেশ সম্পর্কে অবহিত হওয়ার পরও নির্বাচন পরিচালনা কমিটি আগামী ০৬ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আদালতের আদেশ অমান্য করে নির্বাচনের নামে কোন প্রহসন করার চেষ্টা করা হলে তা প্রতিহত এবং প্রতিরোধ করার অধিকার আমাদের রয়েছে। আমাদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোন নির্বাচনের নামে তামাশা করতে দেবো না। নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ কোন পক্ষকে খুশি কিংবা জিতিয়ে দিতে ধৃষ্টতা দেখাবেন না। প্রসংগত আদালতের আদেশ না মেনে প্রহসনের এই ভোট গ্রহণের বিরুদ্ধে আমরা ভোটাধিকার বঞ্চিতরা কক্সবাজার প্রেসক্লাবে আগামী ০৬এপ্রিল ভোট গ্রহণের দিন অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভোটাধিকার বঞ্চিত ১০ সদস্যের পক্ষে শামশুল আলম শ্রাবণ সদস্য নং ৭৪। এতে উপস্থিত ছিলেন, ভোটার বঞ্চিত সদস্য নাছির আল নোমান, কামরুল হাসান মিনার, শেখ সেলিম, মো: জাহেদ হোছাইন, মো: জহিরুল ইসলাম, হাসিবুল ইসলাম সুজন, রাশেদুল ইসলাম, আবছার কবির আকাশ ও হুমায়ুন কবির জোসান।
পাঠকের মতামত: