ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিএনপি নেতাকর্মীরা হতাশ -রামুতে কমল এমপি

সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে এদেশের সর্বস্তরের জনতা আনন্দিত। এজন্য মানুষ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করতে প্রস্তুত হয়ে আছে। সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশী হতাশ করেছে। কারন তারা এখন সরকারের বিরুদ্ধে কিছু বলার সাহস পাচ্ছে না। নিজেদের অপকর্মের কারনে বিএনপি এখন দেউলিয়া হওয়ার পথে। মানুষ চায় উন্নয়ন। আওয়ামীলীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে জনগনের জন্য একটি সুখি-সমৃদ্ধ দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

এমপি কমল বলেন, বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপনের মাধ্যমে বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এরমাধ্যমে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি অর্জন করেছে। মহাকাশ জয় বর্তমান সরকারের একটি বড় সফলতা। এরমাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের পথে আরো একধাপ এগিয়ে গেলো। সাংসদ কমল রবিবার (১৩ মে) দুপুরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিলে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সাংসদ কমলের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে মনিরঝিল-সোনাইছড়ি খালে নির্মিত সেতু ও সড়কের কাজ শুরু করার ঘোষনা দেন ঠিকাদার আসাদ উল্লাহ। সাংসদ কমল বাঁকখালী নদীতে মনিরঝিল সেতুর কাজ আগামী ১ বছরের মধ্যে শুরুর ঘোষনা দেন। এছাড়া তিনি এলাকার সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া, সড়ক, কালভার্ট নির্মাণসহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ঘোষনা দেন। মনিরঝিলে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার জন্য সর্বস্তুরের জনতাকে আহবান জানিয়ে এমপি কমল এ উদ্যোগে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। এমপি কমল বলেন, যারা আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সমালোচনা করে তারা বিএনপি-জামায়াতের কল্যাণেই কাজ করে। এদের বিরুদ্ধে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ভূমিকা পালন করতে হবে।

এলাকার প্রবীন মুরব্বী সাবেক মেম্বার তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা পরিষদ সদস্য শামসুল আলম ও নুরুল হক কোম্পানী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোছাইন, ডা. নুরুল আবছার, আওয়ামীলীগ নেতা মনির আহমদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, ইউপি সদস্য জহির উদ্দিন, রফিকুল আলম, আবদুল মালেক, নুরুল আমিন ও মেহের আলী, কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছানা উল্লাহ বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান প্রমূখ।

সাংসদ কমল রবিবার বিকালে কচ্ছপিয়ায় চেয়ারম্যান নোমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের ট্রপি বিতরণ করেন।

পাঠকের মতামত: