ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সরকারি নির্দেশ মেনেই এনজিওদের কাজ করতে হবে  -ইউএনও উখিয়া 

ফারুক আহমদ , উখিয়া ::  উখিয়া উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা মঙ্গলবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইএনজিও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারি নিয়মকানুন মেনে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সকল এনজিও প্রতিনিধিদেরকে কাজ সম্পাদন করতে পরামর্শ দেন। স্থানীয় প্রশাসনকে অবগত না করে কোন এনজিও কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সমস্যায় সম্মুখীন হলে তার দায়িত্ব প্রশাসন বহন করবে না। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও সাংবাদিকদের কে জনবল নিয়োগ কমিটিতে এবং টেন্ডার কমিটিতে অবশ্যই সম্পৃক্ত রাখতে হবে। পাশাপাশি স্থানীয়দের জন্য টেকসহি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শিক্ষিত বেকারদের যোগ্যতানুযায়ী চাকুরী দেয়ারও অনুরোধ করেন।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, সাংবাদিকদের সাথে এনজিওদের সমন্বয়ের অভাব রয়েছে, তাই এনজিওদের উচিত সাংবাদিকের সাথে সমন্বয় রক্ষা করা পাশাপাশি প্রকল্পের কাজ সম্পর্কে অবহিত করন বৃদ্ধি করা।

এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আল আমিন বিশ্বাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: