ঢাকা,মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

সরকারি কলেজ, পলিটেকনিক ও সদর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

BSLচকরিয়া নিউজ ডেস্ক :::

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ও সদর উপজলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রোববার রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহামদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম এই তিনটি কমিটির অনুমোদন দেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন জানান, অনুমোদিত কমিটিতে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে সভাপতি হয়েছেন জাকের হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসেন, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটিতে সভাপতি হয়েছেন কাজী সেজান মাহমুদ হিমেল ও সাধারণ সম্পাদক হয়েছেন রাজিবুল হক রাজু। কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হয়েছেন কাজী তামজিদ রিজুয়ান পাশ, সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে- হাফিজুর রহমান লাভলু, রমজান আলী জিতু, তৌহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন কায়সারুল আলম মুন্না চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে- এখলাছুর রহমান, ফয়সাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি ও রূপু নূর এ্যানি।

মইন উদ্দীন বলেন, নতুন তিন ইউনিটের কমিটিতে নিয়মিত ছাত্রদের প্রাধান্য দেয়া হয়েছে। সরকারি কলেজ ও পলিটেকনিক ইনষ্টিটিউট জেলা ছাত্রলীগেরর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। এখানে ক্যাম্পাসের পরিশ্রমী ও দক্ষ ছাত্রনেতাদের নেতৃত্বে আনা হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগে নতুন কমিটি গঠনের বিষয়টি এক ধরনের চ্যালেঞ্জ ছিলো। দীর্ঘ ৯ বছর পর এই ইউনিটে ত্যাগীদের মূল্যায়ন ও আওয়ামী পরিবারের সন্তানদের আনা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম বলেন,  নবগঠিত এই তিন কমিটি নেতৃবৃন্দকে আগামী ‍দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেপ্টেম্বরে বেশকিছু উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, দলের জন্য আন্তরিক,  ত্যাগী, পরিশ্রমী ও পরিচ্ছন্নদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রেও এই পন্থা অবলম্বন করতে নির্দেশ  দেয়া হয়েছে।

পাঠকের মতামত: