ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

সম্প্রদায় সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ -উখিয়ায় জন্মষ্টমী উৎসবে বক্তারা

zzzzzzzzzzzzzzফারুক আহমদ, উখিয়া ॥
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ১৪ আগস্ট সোমবার উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা উখিয়া শ্রীকৃষ্ণ গীতা স্কুলের ছৃাত্রী পূজা দের গীতা পাঠের মধ্য দিয়ে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও ইউপি সদস্য স্বপন শর্মা রণির সভাপতিত্বে অনুষ্ঠিত এবং পূজা উদ্যাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবির সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রদায় সম্প্রতির অনন্য দৃষ্টান্তর। বর্তমান সরকারের স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হলদিয়াপালং ইউনিয়ন সভাপতি কার্ত্তিক চন্দ্র শর্মা, জালিয়াপালং এর সভাপতি উল্লাস ধর, রাজাপালং এর সভাপতি জয়ধন ঘোষ, সাধারণ সম্পাদক সজল কান্তি ধর, রতœাপালং ইউনিয়ন সভাপতি বিরস্বর রুদ্র, পালংখালীর পুজা পরিষদের সাধারণ সম্পাদক শিমূল দাশ শিবু, উখিয়া শীল কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি অজিত শর্মা নিতাই, রুমখাঁ স্বাধীনতা স্পোটিং ক্লাবের সভাপতি অজিত শর্মা। আরো বক্তব্য রাখেন, সৎ সংঘ উখিয়া শাখার সভাপতি পুরোহিত হারাধন চক্রবর্তি, সুমন শর্মা, রাজীব বিশ্বাস, ইমন মল্লিক বাবু, মানিক চক্রবর্তি, শুভ সেন, কাজল সেন, রিপন রুদ্র, অলক রুদ্র, গৌরাঙ্গ পাল, রাজীব আইচ, কাজল দাশ, কাজল বিশ্বাস, রাজাপালং ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উখিয়া উপজেলা শাখার সভানেত্রী শ্রীমতি বেবী প্রভা রুদ্র। ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি র‌্যালী হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ধুরুংখালী শ্রী কৃষ্ণ অদ্বৈত হরি মন্দির হইতে উখিয়া ষ্টেশনে এসে শেষ হয়। অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভার সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), স্বাধীনাত স্পোটিং ক্লাব, শ্রীকৃষ্ণ গীতা স্কুল উত্তর ধুরুমখালী, জুয়েলার্স সমিতি উখিয়া উপজেলা, ঋষী অদ্বৈতানন্দ পরিষদ উখিয়া, চিন্তাহারী যুব সংসদ, বাংলাদেশ সৎ সঙ্গ উখিয়া, লোকনাথ একতা সংঘ, জনকল্যাণ যুব সংঘ সহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মন্দির কমিটি, সমাজ কমিটির ৫ ইউনিয়নের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: