ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

সন্তানের জন্মনিবন্ধনে পিতামাতার ভোগান্তির শেষ নেই

সায়মন সরওয়ার কায়েম :: সন্তানের জন্মনিবন্ধন করতে এসে ভোগান্তিতে পড়েছন রোজিনা জান্নাত। সন্তানকে স্কুলে ভর্তি করাতে তার জন্মনিবন্ধন করাতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে। এসেই পড়েন ভোগান্তিতে।
দেশে নতুন নিয়মে সন্তানের জন্মনিবন্ধন করতে প্রয়োজন বাবা ও মায়ের জন্মনিবন্ধনের কাগজ। বাবা কিংবা মায়ের জন্মনিবন্ধনে প্রয়োজন পড়ছে তাঁদের বাবা-মায়ের জন্মনিবন্ধন। অর্থাৎ শিশুর জন্মনিবন্ধনে দাদা-দাদীর জন্মনিবন্ধনের কাগজের প্রয়োজন পড়ছে। কিন্তু দাদা-দাদীর জন্মনিবন্ধনের কাগজ না থাকায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ অবস্থায় ‘আদি’ পুরুষের নিবন্ধন নিয়ে বেগ পেতে হচ্ছে জন্মনিবন্ধন করতে আসা প্রতিটি নাগরিকের।

তবে এখানেই কিন্তু শেষ নয়। জন্মনিবন্ধনের প্রয়োজনে লাগবে বাড়ির হোল্ডিং কর পরিশোধের রশিদ, ভাড়াটিয়া হলে মালিকের। আরো আছে, শিশুর জন্মের নিশ্চয়তার জন্য প্রয়োজন চিকিৎসকের সনদ। এরপর রয়েছে নানা ধরণের প্রক্রিয়া। আর এসব প্রক্রিয়া শেষে শিশুর জন্মনিবন্ধন পেতে লেগে যাচ্ছে দিনের পর দিন। স্কুলে ভর্তির জন্য প্রস্তুত শিশুদের অভিভাবকদের ভোগান্তির যেন শেষ নেই। কোনো কারণে নামের ভুল হলে ভোগান্তি যেন আরো চরমে। সংশোধনের কোনো নিয়ম জানা নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে উপকারভোগীদের।
সদর উপজেলা, ঈদগাঁও, জালালবাদ, পোকখালী,ইসলামবাদ ইসলামপুর এলাকা বাসী এমন ভোগান্তির কথা স্বীকার করেছেন খোদ আদি পুরুষের পরিচয় খুঁজতে ‘হয়রান’ সদর উপজেলা বাসী
নাগরিকদের এমন ভোগান্তির কথা স্বীকার করেছেন ইসলামবাদ ইউনিয়ন দিদারুলইসলাম এম ইউপি। গণমাধ্যমকে তিনি জানান, কাগজপত্রের কমতি থাকায় অনেকেই নতুন নিয়মে জন্মনিবন্ধন করতে পারছেন না। বিশেষ করে স্কুলে ভর্তির জন্য শিশুদের জন্মনিবন্ধন করতে আসা অভিভাবকেরা সমস্যায় পড়ছেন। সরকার যদি নিয়মটা সহজ করে দেন তাহলে ভালো হয়।

কথা হয় জন্ম নিবন্ধন করতে আসা ইসলামবাদ ইউনিয়ন খোদাই বাড়ির বাসিন্দা রোজিনা জান্নাত এলাকার ভাড়াটিয়া জরিনা বেগম বলেন, ‘সন্তানের জন্য জন্মনিবন্ধন করতে আসার পর আমার ও স্বামীর জন্মনিবন্ধনও চাওয়া হয়। আমাদের জন্মনিবন্ধন করতে গিয়ে শ্বশুর ও শাশুড়ির জন্মনিবন্ধনের প্রয়োজন পড়ে। কিন্তু তাদের জন্মনিবন্ধন না থাকায় সমস্যায় পড়েছি। এ ছাড়া বাড়ির মালিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ না থাকায় আরো সমস্যা হচ্ছে। যে কারণে সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছি না
রহিম মিয়া নামে আরেক ব্যক্তি জানান, আগে শুধু অভিভাবকের জাতীয় পরিচয় পত্র (আইডি কার্ড) দিয়ে সন্তানের জন্মনিবন্ধন করা যেতো। এখন আমাদের জন্মনিবন্ধনও চাওয়ায় বিপাকে পড়তে হয়েছে। আগের নিয়মে সহজভাবে জন্মনিবন্ধনের দাবি জানান তিনি।
পূর্ব বোয়ালখালী বাসিন্দা শিপ্রা রায় জানান, তার মেয়ের জন্মনিবন্ধন করতে গিয়ে নামের বানান ভুল করে পৌরকর্তৃপক্ষ। কিন্তু এখন তারা ঠিক করে দিতে পারছেন না। বলা হচ্ছে, নামের বানান ঠিক করার বিষয়ে সরকারের কোনো নির্দেশনা নেই।
ইসলামবাদের ৬ নম্বর ওয়ার্ড দিদারুল ইসলাম (এম ইউপি) বলেন, ‘গত ২মাসে নতুন নিয়মে জন্মনিবন্ধনের নির্দেশনা আসার পর নাগরিকদের ভোগান্তির শেষ নেই। পূর্ব পুরুষের জন্মনিবন্ধন না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। এ নিয়ে সাধারন মানুষের সঙ্গে আমাদের ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আমরাও চাই দ্রুত এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হোক।’
৭,৮,৯,নম্বর ওয়ার্ড মহিলা সদস্য নাছিমা আক্তার বলেন, ‘আগে জাতীয় পরিচয়পত্র দিলেই সন্তানের জন্মনিবন্ধন করাতে পেরেছেন অভিভাবকেরা। কিন্তু নতুন নিয়মে পারছেন না বলে অনেকে আমাদের কাছে আসছে। আমরা এর সঠিক কোনো জবাব দিতে পারছি না।’

পাঠকের মতামত: