ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সন্তানের ইমামতিতে শহীদ জননী আলমাছ খাতুনের জানাযা সম্পন্ন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলমের ইমামতিতে তাঁর মাতা শহীদ জননী আলমাছ খাতুনের নামাজে যানাজা সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর শুক্রবার বেলা আড়াইটার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালং আলিম মাদ্রাসা মাঠে মোঃ শফিউল আলম নিজে মায়ের জানাজার নামাজে ইমামতি করে দৃষ্টান্ত স্থাপন করেন। জানাজার আগে শহীদ জননী মরহুমা আলমাছ খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া টি.এম জাফর আলমের গর্বিত জননী মরহুমা আলমাছ খাতুনের জানাজা পূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, আবদুর রহমান বদি এমপি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান, মাওলানা কেফায়ত উল্লাহ ও মরহুমার পুত্র হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রমূখ।

জানাজায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, আলেম সমাজ, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্থরের ধর্মপ্রাণ প্রচুর মুসল্লী যানাজায় অংশ নেন। যানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য,২৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় শহীদ জননী, রত্নগর্ভা আলমাস খাতুন ৯২ বছর বয়সে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

পাঠকের মতামত: