ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

সচিব মাফরুহা সুলতানাকে সংবর্ধিত করবে ঢাকাস্থ রামু সমিতি

mafrohaরামুর কৃতী সন্তান ও বৃহত্তর চট্টগ্রামের প্রথম নারী সচিব মাফরুহা সুলতানাকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ রামু সমিতি। সম্প্রতি অনুষ্ঠিত রামু সমিতির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হবে আগামি শুক্রবার ২ জুন বিকেল ৩ টায় রমনা পার্কস্থ ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে।

উল্লেখ্য মাফরুহা সুলতানা সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি রামু সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বৃহত্তর চট্টগ্রামের প্রথম নারী সচিব।

আগামি ২ জুনের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে রামু সমিতির সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন রামু সমিতির সাধারণ সম্পাদক সুজন শর্মা। উক্ত অনুষ্ঠানে কক্সবাজার তথা দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

পাঠকের মতামত: