ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সংস্কৃতিবান শৈশবের মধ্য দিয়ে সুন্থ জাতি গঠনের আয়োজক হলো খেলাঘর -সিমুনিয়া খেলাঘর আসর অনুষ্ঠানে বক্তরা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শিশু কিশোর সংগঠন সিমুনিয়া খেলাঘর আসরের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান কলাতলীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (মঙ্গলবার) বিকেলে অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিমুনিয়া খেলাঘর আসর এর সভাপতি এম জসিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাসেম বাবু। বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতিবান শৈশবের মধ্য দিয়ে সুন্থ জাতি গঠনের আয়োজক হলো খেলাঘর । আর এই খেলাঘর সকল শিশুদের সংস্কৃতি কর্মকান্ড পরিচালনা করার পথ দেখায়।

সিমুনিয়া খেলাঘর আসরের সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম লিপুর পরিচালানায় অভিষেক অনুষ্ঠানের আলোচনায় অংশনেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক নজিবুল ইসলাম। পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক উজ্জল কর, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সুবিমল পাল পান্না, জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক কলিম উল্লাহ, সিমুনিয়া খেলাঘর আসরের উপদেষ্টা রোকসানা পারভিন শিপু। এসময় বক্তরা সিমুনিয়ার খেলাঘর আসরের নব নির্বাচিত কমিটির একান্ন সদস্যকে একান্নবর্ত্তী পরিবার উল্ল্যেখ করে শিশু কিশোর দের মান উন্নয়নে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

এছাড়াও সংক্ষিপ্ত কথামালায় অংশ নেন, জেলা খেলাঘর আসরের সহ-সভাপতি উৎপলা বড়–য়া, শ্রুতি আব্দৃত্তি অংগন এর সভাপতি এড. প্রতিভা দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য আসিফ নুর চৌধুরী, উদিচী কক্সবাজার জেলা সংসদ এর সভাপতি কল্যান পাল এবং সিমুনিয়া খেলাঘর আসরের কার্যনিবার্হী কমিটির সদস্য হাসান মেহেদী রহমান।

সন্ধ্যায় ইফতার আয়োজনরে মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শেষ হয়।

পাঠকের মতামত: