ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সংবাদপত্র ও সাংবাদিকদের উপর নগ্ন হস্তক্ষেপ করছে আ:লীগ সরকার -উখিয়ায় শাহজাহান চৌধুরী

াি্‌্‌্ফারুক আহমদ, উখিয়া ॥

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ অবৈধ উপায়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিত করে রাখতে বাকস্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ করছে। কাউকেও মত প্রকাশের সুযোগ দিচ্ছে না। সংবাদ পত্র ও সাংবাদিকদের অধিকার হরণ করছে এ সরকার। আওয়ামীলীগ সরকারের অন্যায়, অত্যচার, জুলুম, খুন, গুম, অপহরণ, দুর্নীতি, লুটপাট এবং রাষ্ট্রীয় সন্ত্রাস গণমাধ্যমে প্রকাশ যাতে না করতে পারে সে জন্য কালো আইন তৈরি করেছে। তিনি আরো বলেন, দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কে অন্যায় ভাবে গ্রেফতার করে কারাগারে আটকিয়ে রেখেছে। টিভি চ্যানেল দিগন্ত, ইসলামী টিভি, চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার বন্ধ করে দিয়েছে। বলতে গেলে আওয়ামীলীগ সরকার এ দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।

গত বৃহস্পতিবার উখিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিত সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এ কথা গুলো বলেন। কোটবাজার এন.আলম মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যথাক্রমে উখিয়া উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী এবং উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন। উখিয়া শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শফি সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় আরো বক্তব্য রাখেন, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক, যুবদলের সহ-সভাপতি এম.গফুর উদ্দিন, সাবেক ছাত্রনেতা আহসান উল্লাহ, যুবদলের সাংগঠনিক সম্পাদক এম. সাইফুর রহমান সিকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি নুর আহমদ সওদাগর, আমিনুল হুদা চৌধুরী, সাবের আহমদ, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো: আলম খাঁন, মোহাম্মদ জিয়া উদ্দিন জিয়া, বেলাল উদ্দিন, আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আরফতা চৌধুরী প্রমূখ।

পাঠকের মতামত: