ভক্ত, সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিয়েছেন বিশিষ্ট লোক শিল্পী আমান উল্লাহ। গতকাল দুপুর ২ টায় প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পাবলিক লাইব্রেরীস্থ শহীদ দৌলত ময়দানে ছুটে আসে সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে মরহুমের আলোক জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের এড. তাপস রক্ষিত, নজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, শিল্পী রায়হান উদ্দিন, সত্যজিত চৌধুরী দোলন ও মরহুমের ছেলে শিল্পী হাসান। জানাযার নামাজে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। জানাযা শেষে প্রিয় শিল্পীকে ফুলেল শ্রদ্ধা জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা), উদীচী, ছাত্র ইউনিয়ন, সঙ্গীতায়ন, জেলা শিল্পকলা একাডেমী, গণমূখ থিয়েটার ও কক্সবাজার থিয়েটার। এছাড়া একাধিক ভক্ত স্ব উদ্যোগে প্রিয় শিল্পীকে ফুলেল শ্রদ্ধা জানান। পরে নিজ বাড়ি মুহুরীপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য গত বুধবার রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
পাঠকের মতামত: