ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

শেষ মুহুর্তে ঈদের বৃষ্টি ভেজা কেনাকাটা

aaaনুরুল আমিন হেলালী ॥

কয়েকদিনের টানা বৃষ্টি উপেক্ষা করে শহরের মার্কেট গুলোতে শেষ মুহুর্তে জমে ওঠেছে ঈদের কেনাকাটা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটার ধুম। বাড়তি চাহিদার কারণে দোকানীরাও বাহারি পোশাকে পসরা সাজিয়েছেন নানা রঙে, নানা ঢঙে। আগে ভাগে পছন্দের পোশাক কিনতে বিপনী কেন্দ্রে ঢুঁ মারছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। অন্যদিকে বর্ণিল সাজে সাজিয়েছে সবকটি বিপনী কেন্দ্র । পর্যটন নগরীকে খ্যাত এ জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারের সদস্য থাকেন প্রবাসে। একদিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর অন্যদিকে প্রবাসে থাকা লোকজন, তাই তুলনামূলক সচ্ছল বলেও পরিচিত কক্সবাজার জেলার মানুষ। তাই বছর ঘুরে রমজান আসলে জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারও জমানো টাকা নিয়ে ঈদের কেনাকাটা করতে ছুটে আসেন শহরের অভিজাত মার্কেটগুলোতে। আকর্ষনীয় পোশাকের সংগ্রহও রয়েছে মার্কেটের প্রতিটি দোকানে। সরেজমিনে দেখা গেছে, প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে প্রত্যেক শপিংমলে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। ঈদের এই প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ীরাও চোখ ধাঁধানো আলোক সজ্জা করে সাজিয়েছেন নিজের বিপনী বিতান। মার্কেটগুলোর অধিকাংশ দোকান রয়েছে দেশী-বিদেশী কাপড়ের সমারোহ। ভারী বর্ষণে রাস্তার উপর হাঁটু পানি থাকা সত্বেও ঈদের পরিবারের সদস্যেদের মুখে হাসি ফুটাতে অনেকেই এসেছেন ঈদের নতুন জামা কিনতে। দেখা গেছে সব মার্কেটের প্রবেশ মুখে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের সাজ সজ্জাও করা হয়েছে। এ. ছালাম মার্কেটের ব্যবসায়ি মোঃ শফিক জানান, রোজার শুরুতে আবহাওয়া ভাল থাকায় ব্যবসা ভাল ছিল। তবে কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে বিক্রি অনেকাংশে কমেছে। যদি বৃষ্টি না থাকত তবে কেনাকাটা আরও বাড়ত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ গতবারের চেয়ে এবারে কাপড়সহ অন্যান্য নিত্য পণ্যর দাম বেশী। স্কুল শিক্ষিকা সাবারান তাহুরা জানান, ব্যস্ততার কারণে আগে আসতে না পারায় আজ এসে বিপদে পড়েছেন। লাগাতর বৃষ্টির কারণে এক দোকান থেকে অন্য দোকানে গিয়ে পছন্দ মত কাপড় কিনতে সমস্যা হচ্ছে। কলাতলী ফ্রেশ ইন রেস্তোরার মালিক নুরুল কবির জানান, বৃষ্টিতে ভিজে ছেলে-মেয়েদের জন্য পছন্দের কাপড় কিনেছেন। তবে সুযোগ বুঝে দোকানিরা দাম বেশী নিয়ে নিল। অনেক দোকানে বিক্রয় মূল্যের চেয়ে ৩/৪ গুণ বেশী দাম চেয়েছে বলে অভিযোগ তাঁর। পছন্দের জিনিস কিনতে গিয়ে প্রতিনিয়ত ঠকছেন ক্রেতারা। শহরের অভিজাত মার্কেটগুলোর মধ্যে সী-কুইন, ইডেন গার্ডেন, নিউ মার্কেট, ফজল মার্কেট, হাজেরা শপিং মল, আবু সেন্টার, কোরাল-রীফ প্লাজা, এ. ছালাম মার্কেট, পৌর সুপার মার্কেট, বার্মিজ মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানে ঈদ উপলক্ষে দেশী-বিদেশী পণ্যের সমাহার চোখে পড়ার মত। তবে টানা বৃষ্টির কারণে বেচা-কেনা বিঘিœত হচ্ছে বলে জানান ব্যাসায়ীরা।

পাঠকের মতামত: