মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::
কক্সবাজার সদরের শিল্প এলাকা ইসলামপুর লবণ মাঠে দূর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। ১৪ জানুয়ারী বিকাল ৩টায় নাপিতখালী মৌজায় উক্ত ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, সুদীর্ঘ ৪০ বছর যাবত নাপিতখালী মৌজার মৃত আনু মিয়ার পুত্র ছগির আহমদ উক্ত লবণ মাঠের দখলে রয়েছেন। তিনি মেসার্স ইসলাম এন্ড ব্রাদার্স সল্ট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সত্ত্বাধিকারী। সম্প্রতি এলাকার অবৈধ দখলবাজরা গোপনে উক্ত মাঠের বি.এস রেকর্ড করে ফেলে। আদালতে উক্ত বি.এস সংশোধনের মামলা করে ছগির আহমদ গং। গতকাল দখলবাজরা ঐ লবণ মাঠে আবারো উপর্যুপরী হামলা চালায় এবং শ্রমিকদের বসতঘর ভাঙচুর করে। ঘটনাটি ভূক্তভোগী ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পাওয়া গেছে শনিবার বিকালে সাবেক মেম্বার নুরুল আজিমের নেতৃত্বে ৩০-৪০ জন দূর্বৃত্ত উক্ত লবণ মাঠে হামলা করে। এতে লবণ শ্রমিকরা পালিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের দ্বিতীয় কর্মকর্তা দেবাশীষ সরকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীরা। অভিযোগে উল্লেখ করা হয়, একটি রাজনৈতিক দলের নেতা সন্ত্রাসী নুরুল আজিমের লেলিয়ে দেয়া দুষ্কৃতিকারীদের নেতৃত্বে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে। ঘটনার ব্যাপারে সাবেক মেম্বার নুরুল আজিমের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত: