ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

শিগগিরই মন্ত্রিসভায় উঠবে সম্প্রচার আইন ও অনলাইন নীতিমালা: তথ্যমন্ত্রী

inuবাংলা ট্রিবিউন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই সম্প্রচার আইন এবং অনলাইন নীতিমালা মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে। সম্প্রচার আইন চূড়ান্ত করতে এরই মধ্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান প্রতিবেদন জমা দিয়েছেন।’

মঙ্গলবার দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় তথ্য সচিব মরতুজা আহমেদ এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘অনলাইন নীতিমালার আলোকেই নিউজ পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আনা হবে। তথ্য অধিদফতর থেকে চাওয়া তথ্য ভাণ্ডারে অনলাইন নিউজ পোর্টালের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতোমধ্যেই প্রায় এক হাজার ৮০০ অনলাইন নিউজ পোর্টালের যাবতীয় তথ্য অধিদফতরের তথ্য ভাণ্ডারে জমা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে এক কোটি ৪০ লাখ টাকার সহায়তা দেবেন। অসুস্থ, দুঃস্থ, অসহায় সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারসহ মোট ১৯৬ জনকে এ ভাতা দেওয়া হবে।

ইনু বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে দেশ তথ্য সন্ত্রাসীদের মুখোমুখি হয়। সে ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সরকারের অবস্থান এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনি ব্যাখ্যা বস্তুনিষ্ঠভাবে দেশে-বিদেশে তুলে ধরেছে এবং তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রকৃত তথ্য তুলে ধরতে সফল হয়েছে।’

এ সময় তিনি তথ্য মন্ত্রণালেয়ে আওতাধীন বিভিন্ন অধিদফতর, সংস্থার অবাকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত অথবা বাস্তবায়নাধীন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

সম্প্রতি ভারত সফরে গিয়ে পাকিস্তান সম্পর্কে মন্তব্য করার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।

জঙ্গি শব্দটি ব্যবহারে সরকারের কোনও বিধি নিষেধ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনও বিধি নিষেধ নেই।’

পাঠকের মতামত: