ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়ে সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে- লুৎফুর রহমান কাজল

প্রেস বিজ্ঞপ্তি ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং মিছিরোত্তর প্রতিবাদ করেছে কক্সবাজার জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২১ অক্টোবর) বিকাল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে এলাকায় এই কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পুলিশী বাধার মুখে পড়ে শহর প্রদক্ষিণ করতে না পারায় মিছিল থেকে প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘গ্রেনেড হামলার ফরমায়েশী মামলায় পরিকল্পিত ও আইন বহির্বিভূত সাজা দিয়ে সরকার দেশনায়ক তারেক রহমান এবং জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা করছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ নির্দোষ তারেক রহমানের বিরুদ্ধে দেয়া এই পরিকল্পিত সাজা মেনে নেয়নি। তাই সারা দেশে জনগণ এর প্রতিবাদ জানাচ্ছে। এতে সরকার ভীত হয়ে এবার জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ-আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। মূলত সরকার শান্তিপূর্ণ এই এসব কর্মসূচীতে বাধা দিয়ে জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।’

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এককভাবে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। ‘৫ জানুয়ারি’র মতো নির্বাচন বাংলাদেশ আর হতে দেয়া হবে না। এই সরকার স্বৈরচারী ও ফ্যাসিবাদী সরকার। এরা জনগণকে ভয় পায়। এরা আইনের শাসনে বিশ্বাস করে না। তাই তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা করছে।’

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, সাবেক সাধারণ সম্পাদক এড, মনির উদ্দীন মনির, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন আফসেল ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক আবছার কামাল, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, যুগ্ম-সম্পদাক মিজানুল আলম ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান। এছাড়াও বিএনপির ও অঙ্গ-সংগঠনের জেলা, সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: