ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

শহরে গাইড বইয়ের জমজমাট ব্যবসা ৪ লাইব্রেরীকে জরিমানা

Cox-Mobile-Court-720x540-720x540কক্সবাজার প্রতিনিধি :: :
কক্সবাজার শহরের বিভিন্ন লাইব্রেরীতে চলছে জমজমাট গাইড বই ব্যবসা। বিভিন্ন কি›ডার গার্টেন স্কুলে কমিশন দিয়ে শিক্ষার্থীদের উচ্চমূল্যে এসব গাইড বই কিনতে বাধ্য করা হচ্ছে। অবশেষে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শহরের রক্ষিত মার্কেটের চার লাইব্রেরীকে নিষিদ্ধ গাইড ও নোটবুক বিক্রির অভিযোগে জরিমানা করেছে।
দন্ডপ্রাপ্তরা লাইব্রেরীগুলো হল- রহমানিয়া লাইব্রেরী, বুক বাজার, অন্বেষা লাইব্রেরী ও বিদ্যাসাগর লাইব্রেরী। এ সময় মিথ্যা তথ্য দেয়ায় অন্বেষা লাইব্রেরীর এক কর্মচারীকে সতর্ক করা হয়।
গতকাল সোমবার (৩ এপ্রিল) দুপুওে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়।
এসব লাইব্রেরীকে আগামীতে কোন ধরনের গাইড বা নোটবুক বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। অভিযানকালে মার্কেটের স্বত্ত্বাধিকারী এডভোকেট তাপস রক্ষিত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

পাঠকের মতামত: