ঢাকা,সোমবার, ১০ মার্চ ২০২৫

ইউনিয়ন-ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে

শত শহীদের নাজরানায় দেশে-বিদেশে জামায়াতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে -চকরিয়ায় জেলা আমির

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

আজ সোমবার (১০ মার্চ) জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন-ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী উপরোক্ত কথা বলেন ।

চকরিয়া সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম । জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ,

চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম চৌধুরী, সাবেক উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক,খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক,বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ।

পাঠকের মতামত: