মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কসাই পাড়া এলাকায় ০৪ অক্টোবর রাতে প্রতিপক্ষের হামলায় আবু শরীফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ঐ এলাকার মৃত আব্দুছ ছামাদের পুত্র।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ সহ এলাকাবাসী ঘটনার সাথে সম্পৃক্ত রমজান আলী নামে এক ব্যক্তিকে আটক করে থানায় খবর দিলে এস আই প্রভাত কর্মকার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ঘাতক রমজান আলীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন । এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, রমজানের মায়ের কাছে বাকীতে মাদক কিনতে আসে শরীফ। এসময় রমজান ও তার মায়ের সাথে নিহতের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রমজান শরীফকে সমানে কিল-ঘুষি-লাথি মারলে শরীফ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি, লোহাগাড়া থানা।
পাঠকের মতামত: