ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

লিপস্টিকই বলে দেবে কোন মেয়ে কেমন!

অনলাইন ডেস্ক ::147

এতকাল আমরা জেনে এসেছি হাতের লেখা দেখে মানুষের চরিত্র কেমন তা জানা যায়। বসার ধরন দেখে পড়ে ফেলা যায়, মনে কী চলছে। এমনকি, যুগলের শোওয়ার ধরনও নাকি বলে দেয় তাদের সম্পর্কের কথা। কিন্তু লিপস্টিক দেখে মেয়েদের চরিত্র বিচার! এই সংযোজন নতুন। একদল মনোবিদের মতে, লিপস্টিকের ডগার আকারই নাকি বলে দেয় মেয়েদের চরিত্র কেমন। তাহলে চলুন, দেখে নেই লিপস্টিকের ডগা কী বলছে –

১.লিপস্টিকের ডগা যদি হয় গোল ও ছুঁচলো : দীর্ঘদিন ব্যবহার করতে করতে লিপস্টিকের ডগা যদি গোল ও ছুঁচলো আকার ধারণ করলে সেই লিপস্টিক ব্যবহারকারিণী মনের দিক থেকে পরিষ্কার। ভিতরকার অনুভূতি নিয়ে কোনওরকম দোনামোনা চলে না তার মনে। কোনও পুরুষকে পছন্দ হলে, আবেগে ঘাটতি হয় না। সে স্পষ্টভাষী ও পরোপকারী। কারও বিপদে সবার আগে হাজির হয় সে।

২.লিপস্টিকের ডগা সমতল : যেসব মহিলাদের লিপিস্টিকের ডগা সমতল তারা হাসিখুশি স্বভাবের হয়। মজার মজার কথা বলে সকলকে হাসাতে পারে এরা। এ ধরণের মহিলাদের মাথায় অনেক বুদ্ধি। কোনও রকম ক্লান্তিকর পরিস্থিতি এড়িয়ে যেতে পছন্দ করে তারা। তবে এমন মহিলাদের চরিত্রের একটা নেতিবাচক দিকও রয়েছে। কেউ যদি তার মতামতের সঙ্গে একমত না হয়, খুবই অসন্তুষ্ট হয়।

৩. লিপস্টিকের ডগা গোল ও ভোঁতা : যে মেয়ের লিপস্টিকের ডগা গোল ও ভোঁতা তার কাছে তার বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা হল বসার ঘর। বসার ঘরের প্রতি বিশেষ যত্নবান সে। বারবার পরিষ্কার করে, নানাভাবে সাজায়। কারণ, সে চায় বাড়িতে ঘনঘন অতিথি আসুক। সেই সাজানো গোছানো বসার ঘর দেখে সবাই তার প্রশংসা করুক। এই ধরনের মহিলারা কিন্তু পরিবারের সদস্যদের তোলা তোলা করে রাখে। অন্যদিকে এই মহিলারা রুচিশীল, শিল্পকলায় পারদর্শী। তার গান শুনতে ভালো লাগে। গানের গলাটিও তার মন্দ নয়। হাতের লেখাও সুন্দর। হাতে লেখাও আছে ভরপুর। সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারে। ডায়ারিতে রোজকার কথা লিখে রাখে। গল্পের বই পড়তে ভালোবাসে। শান্ত প্রকৃতির মানুষ। এই নারীর বন্ধু বলতে মা।

৪. লিপস্টিকের ডগা অর্ধেক চাঁদের মতো : এ ধরণের মেয়েরা বিদ্রোহী প্রকৃতির। ছোটো থেকেই ভিত্তিহীন রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে সে। কিন্তু সত্যি বলতে কী, এই নারী কিন্তু মনের দিক থেকে পরিষ্কার। কারোর মনে দুঃখ দেয় না। সেই কারণেই তাকে সকলে পছন্দ করে।

৫.লিপস্টিকের ডগা অতিরিক্ত ছুঁচলো : এই মহিলারা স্মার্ট ও যৌনউত্তেজক প্রবণ। দারুণ ভালো ফ্লার্ট করতে জানে। সেই কারণে বহু পুরুষ তার দিকে আকৃষ্ট। ট্রেকিংয়ে যেতে পছন্দ করে সে। জঙ্গল ও পাহাড় তার সবচেয়ে প্রিয় জায়গা।

৬.লিপস্টিকের ডগা যদি হয় তির্যক বা ডায়াগোনাল : অপরের মন মাতানোর সহজাত গুণ আছে এই মহিলার মধ্যে। সে কিন্তু খুব উচ্চাকাঙ্খী, ক্যারিয়ারিস্ট। ছোটো থেকেই স্কুল, কলেজে লিডার। কর্মস্থলেও সেই লিডার। এই নারী আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সহজেই। সে না থাকলে শূন্য লাগে চারপাশ।

পাঠকের মতামত: