মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” স্লোগানকে সামনে রেখে লামা উপজেলা পরিষদ চত্ত্বরে লামা কৃষি বিভাগের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা-২০১৭ শুরু হয়েছে। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা মহিলা চেয়ারম্যান শারাবান তহুরা, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, ডিডি- বিএডিসি, মেয়র লামা পৌরসভা, উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গণ। এছাড়া উপজেলাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, কৃষক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
ফলদ ও বৃক্ষ মেলায় সরকারী, বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন ১১টি প্রতিষ্ঠান স্ব-স্ব স্টল নিয়ে নানান জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ ও বনজ গাছে চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
পাঠকের মতামত: