ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

লামায় সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

লামা সংবাদদাতা :: বান্দরবানের লামায় সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। লামা উপজেলার গজালিয়া সাব জোনের একটি সেনা টিম এই অভিযান পরিচালনা করেন।

উপজেলার ফাইতং ইউনিয়নের ছিয়ততলী এলাকার মালিচান পাড়ায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়।

জানা, গোপন সংবাদের ভিত্তিতে ও আলীকদম জোনের জোন কমান্ডারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে লামার দুর্গম মালিচান পাড়ায় অভিযান চালায় সেনা টিম।

এসময় অবৈধভাবে মজুদ করা ২ শত ৫০ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়। মূল্যবান কাঠ জব্দ করে লামা বন বিভাগকে বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম জানান, সেনাবাহিনী কর্তৃক জব্দ কাঠ বন বিভাগকে বুঝিয়ে দেয়ার কার্যক্রম চলছে।

পাঠকের মতামত: