লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় সায়েরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর মেউলার চর এলাকা থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সায়েরা খাতুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পানিস্যা বিলের বাসিন্দা মৃত নজির আহমদের স্ত্রী।
সূত্র জানায়, মাতামুহুরী নদীর মেউলারচর এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সায়েরা খাতুনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সায়েরা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ হন সায়েরা খাতুন।
বৃদ্ধ নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: