ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

রামুতে হানিফের ধাক্কায় আরেকজনের মৃত্যু

রামু প্রতিনিধি ::

রামুতে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় হাকিম মিয়া ( ৬২) নামের এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও চার যাত্রী।

তারা সকলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত বৃদ্ধ রামুর কাওয়ার খোপ ইউনিয়নের মধ্যমপাড়ার মৃত ফকির আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন ওই পাঁচজন যাত্রী। রাবার বাগান এলাকায় সিএনজিটি পৌঁছালে কক্সবাজারগামী বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়।

এতে আহত হন সিএনজিতে থাকা পাঁচজন। পরে রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম মিয়া মারা যান।

কক্সবাজার সদর থানার এস আই রাশেদুল করিম বলেন, নিহতের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ২টার দিকে রামুর জোয়ারিয়ানালা এলাকায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় বাপ্পি নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়।

পাঠকের মতামত: