মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::
লামায় ৫৫ লিটার দেশীয় চোলাইমদ পাচারকালে ২ নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকাল ৩টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোষ্টে চকরিয়াগামী ১টি জীপ গাড়ী হতে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, মোসাং রশিদা (৫২) স্বামী- মৃত- নুর মোহাম্মদ ও রিয়া আক্তার (২১) পিতা- সাইদুর রহমান। উভয়ে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার খনসা বাজারের বাসিন্দা।
সূত্র জানায়, লামা হতে চকরিয়াগামী একটি জীপ গাড়িতে দেশীয় চোলাইমদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইয়াংছা চেকপোস্টে গাড়িটি তল্লাশী করে পুলিশ। এসময় জীপ গাড়ি হতে পলিথিনে মোড়ানো ৫৫ লিটার চোলাইমদ জব্দ করা হয় এবং মদের মালিক হিসেবে দুই নারী মদ পাচারকারীকে আটক করে পুলিশ।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ জানান, সংবাদ পেয়ে মদসহ ২ নারী পাচারকারীকে আটক করে লামা থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আগেও কয়েকটি মাদক আইনে মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ৫৫ লিটার চোলাই মদসহ আটক দুই নারীর বিরুদ্ধে মাদক আইনের মামলা করা হয়েছে।
পাঠকের মতামত: