ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

লামায় গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি :: মায়ের সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে শারমিন আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে।  মঙ্গলবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। শারমিন আক্তার রুপসী বাজার পাড়ার বাসিন্দা নজির আহমদের মেয়ে ও রুপসীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯-২০ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শারমিন আক্তার পড়ালেখা না করে টেলিভিশন দেখতে বসলে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে ঘরের একটি কক্ষের বিমের সাথে গলায় ফাঁস দেয় শারমিন আক্তার। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তারকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, প্রাথমিক সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য শারমিন আক্তারের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: