ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

লামায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লামা প্রতিনিধি ::   বান্দরবানের লামা উপজেলায় খালের পানিতে ডুবে আপিয়া আক্তার নামে দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা লামা খালের অংহ্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আপিয়া আক্তার অংহ্লাপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।

সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে আপিয়া আক্তার লামা খালের পাড়ে খেলা করছিল। একপর্যায়ে খেলাচ্ছলে শিশুটি খালে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় লামার মুখস্থ মাতামুহুরী নদীর ঘাট থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু আপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা খালের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

পাঠকের মতামত: