লামা প্রতিনিধি :: বান্দরবানের লামায় আজিজুল হাকিম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিছুদিন আগে সে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করেনি।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল আজিজুল হাকিম। তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াঝুঁড়ি গ্রাম। তার বাবার নাম আমিনুল হক।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শফিউল আলম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
পাঠকের মতামত: