ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

লামায় অবৈধ ও ফিটনেসবিহীন ১৬ যানবাহনকে জরিমানা

লামা প্রতিনিধি ::
লামা উপজেলাস্থ পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ফিটনেসবিহীন যানচলাচলে নিরুৎসাহ, গণসচেতনতা সৃষ্টি ও বাধ্যতামূলক আইনের প্রয়োগ নিশ্চিত করতে যান চলাচলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লামা ইশরাত সিদ্দিকা অভিযানের নেতৃত্বে দেন। এসময় লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল বাকী সহ ট্রাফিক পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে মাহিন্দ্রা, শর্টবডি, জীপ ও বাস পরিবহণসমূহে নানাবিধ অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্রাধি প্রদর্শন করতে না পারায় ৭টি বাস, ৪টি জীপগাড়ি, ১টি মাহিদ্র ও ৩টি মোটরসাইকেল মালিককে মোট ১৬টি যানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের চূড়ান্ত সতর্কীকরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: