ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

লাইসেন্স বিহীন ঔষধের দোকানে কোম্পানি প্রতিনিধিদের গমন আইন বহির্ভূত

ইমাম খাইর, কক্সবাজার :: লাইসেন্স বিহীন ঔষধের দোকানে কোম্পানি প্রতিনিধিদের গমন অনৈতিক, আইন বহির্ভূত বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ ইউসুফ।
তিনি বলেন, যেসব কোম্পানি মেয়াদোত্তীর্ণ ঔষধ রিপ্লেস করে না তাদের তালিকা ড্রাগ সুপারের মাধ্যমে আমার কাছে পাঠান। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ (বিসিডিএস) সমিতি কক্সবাজার জেলার সভায় মেজর জেনারেল মোঃ ইউসুফ এসব কথা বলেন।
বিসিডিএসের জেলা সভাপতি আরিফ উল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড্রাগ সুপার রোমেল মল্লিক।
সভায় লাইসেন্স বিহীন ঔষধ দোকানে ঔষধ কোম্পানির অবৈধভাবে ঔষধ বিতরণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সময়মত রিপ্লেস না করা, ডক্টরস সেম্পলের বিকল্প ভাবনা, ফার্মাসিস্ট কোর্স নিয়মিত করণসহ বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা হয়।

সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) মিজানুর রহমান, সহ-সভাপতি হাবিবুল ইসলাম, রঘু দাশ, রাজু সেন, আবদুল মালেক জাকের, আশরাফুল আজিজ, তিলক চৌধুরী, রুবাইছুর রহমান, ভাস্কর দাশ, আবদুর রহিম, স্বপন দাশ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: