ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

লবণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে শফিউল আলম নামের এক লবণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা আহত লবণ ব্যবসায়ীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু আহতের অবস্থা আশংকাজনক হওয়ায়া কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করেন। আহত শফিউল আলম একই ইউনিয়নেত কোদাইল্লা দিয়া এলাকার মৃত দুলা মিয়ার পুত্র।

আহতের ভাই বদিউল আলম জানান, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমার ভাই শফিউল আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করছে। একই এলাকার আশরাফ আলী পুত্র আব্দুল হাকিম, আব্দুর রহমান ও আব্দুল মান্নানের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি এ হামলা চালায়। পরে আমার ভাইকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: