ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

লকডাউন মানছেনা চকরিয়ায়

মুহাম্মদ মনজুর আলম ,চকরিয়া ঃ  করোনাভাইরাস ঠেকাতে সরকারী নির্দেশ লকডাউন মানছেনা কক্সবাজারের চকরিয়ার অধিকাংশ এলাকার লোকজন। সকাল থেকে শুরু করে রাত অবধি রাস্তা-ঘাটে ঘোরাফেরা ও চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায় লোকজনকে। সেনাবাহিনী ও পুলিশের টহল চলে যাওয়ার পর যেই-সেই হয়ে যায় এলাকার চিত্র।

বুধবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরশহরের বিভিন্ন অলিগলিতে জনসমাগমের এসব দৃশ্য চোখে পড়ে।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সরকারীভাবে কড়া নির্দেশ থাকলেও বিভিন্ন স্থানে লোকজন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে।

আবদুর রহিম নামের এক অটো রিক্সাচালক বলেন, অভাবের কারণে রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছি। এখনো পর্যন্ত কোন ত্রাণ পাইনি। এভাবে আর কতদিন ঘরে বসে থাকা যায়। পেটের দায়ে ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হয়েছি।

চকরিয়া পৌরশহরের কাঁচাবাজার এলাকায় কোন ধরনের সামাজিক দুরুত্ব মানা হচ্ছেনা। প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও পরক্ষণে একই অবস্থায় ফিরে যায়।

আবদুর রশীদ নামের এক ব্যক্তি বলেন, বিশ^ব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে আমার দেশের মানুষ সচেতন না হলে আমাদের মতো মধ্য আয়ের দেশের জনগণের কি বিপদ হবে তা একমাত্র আল্লাহই ভাল জানেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চৌকি বসানো হয়েছে। জনসমাগম ঠেকানো ও লকডাউন বাস্তবায়ন করতে এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

পাঠকের মতামত: