ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা নিধন: আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ওআইসি

নিউজ ডেস্ক ::  রোহিঙ্গা নিধনের অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করতে যাচ্ছে ওআইসি। ইসলামী রাষ্ট্রগুলোর এ সংস্থাটির পক্ষে গাম্বিয়া মামলাটি করবে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সভায় এসব কথা জানান তিনি। আলোচনার শিরোনাম রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা। আয়োজক দ্য গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপনসিহাবিলিটি টু প্রোটেক্ট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। অংশ নেন বন্ধুপ্রতিম রাষ্ট্র, উন্নয়ন সংস্থা ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানান, অনেক চেষ্টা ও উদ্যোগের পরও রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না শুধুমিয়ানমারের আন্তরিকতার অভাবে। রাখাইনে জাতিগত নিধন চালানো হয়েছে, তারপরেও তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সুবিধা পাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এখনো জিএসপি সুবিধা বাতিল করেনি জানান মন্ত্রী।সেমিনারে ওঠে আসে রোহিঙ্গা নিধনের অপরাধে মিয়ানমারের বিচারের প্রসঙ্গ। শেষ পর্যন্ত বিষয়টিকে আদালতে নিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি। আর সংস্থাটির পক্ষে মামলাটি দায়ের করবে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবু বাকর এম তামবাদো।
তিনি বলেন, আমি আশা করছি, খুব দ্রুতই আমরা মিয়ানমারের বিরুদ্ধে মামলা করব, সেটা আগামী মাসেও হতে পারে আবার এ বছরের শেষ নাগাদও হতে পারে। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্লোবাল জাস্টিজ সেন্টারের প্রেসিডেন্ট মিজ আকিলা রাধারকৃষ্ণান। সঞ্চালক ছিলেন গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপনসিবিলিটি টু প্রটেক্ট এর নির্বাহী পরিচালক ডক্টর সিমন অ্যাডামস। অনুষ্ঠানে আলোচকরা জানান, কেবল রোহিঙ্গা নয়, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও মিয়ানমার নির্যাতন করছে আর তার প্রমাণও মিলেছে। তাই আর দেরি না করে এ বছরেই মামলা করার উদ্যোগ নিয়েছে ওআইসি।

পাঠকের মতামত: