মিয়ানমারে রোহিঙ্গা নিধন, নারী ও শিশু ধর্ষণ, বাড়িতে অগ্নিসংযোগ এবং বিতাড়নের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে বসবাসকারী শরণার্থী রোহিঙ্গা নেতারা। তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর চালিত গণহত্যা বন্ধে বিশ্বের সব মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা প্রত্যাশা করছেন।
বুধবার রাতে এক বিবৃতিতে আরাকানি রোহিঙ্গা শরণার্থী কল্যাণ পরিষদের সভাপতি মাস্টার আব্দুর রহিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গারা এখনো একটি নেতৃত্বহীন জাতি। বাংলাদেশ সরকার চাইলে রোহিঙ্গা জাতির মুক্তি ও অধিকার আদায়ের প্রশ্নে বিশ্বব্যাপী নেতৃত্বের ভূমিকা নিতে পারে।
তারা আরো বলেন, ‘মুক্তিযুদ্ধে তৎকালীন বার্মা সরকারের বিরোধিতা সত্ত্বেও আমরা বাঙালি জাতির পাশে থেকেছি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের প্রথম রাষ্ট্রনায়ক যিনি আমাদের হয়ে তৎকালীন বার্মা সরকারকে চরমপত্র দিয়ে উৎখাতচেষ্টা বন্ধ করেছিলেন। বার্মা সরকারের কাছ থেকে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন তিনি। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধু বেঁচে থাকলে রোহিঙ্গা জাতির আজকের এই দুর্দশার ইতিহাস রচিত হতো না।
আমরা এখনো বিশ্বাস করতে চাই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার পথ ধরে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন এবং মিয়ানমার সরকারের সঙ্গে এ ব্যাপারে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন।’
রোহিঙ্গা কল্যাণ পরিষদের নেতারা বলেন, ‘সীমান্ত খুলে দেওয়াই সমাধান নয়। এই মুহূর্তে আরাকান রাজ্যে সংঘঠিত ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধের উদ্যোগ নিতে হবে জাতিসংঘকে। একই সঙ্গে সন্ত্রাস উপদ্রুত এলাকায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে। আরাকানে কী ঘটছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মকাণ্ড নির্বিঘ্ন করারও উদ্যোগ নিতে হবে বিশ্বকে।’
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে পাওয়া খবরের বরাত দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, এ পর্যন্ত তিন শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে অগণিত নারী ও শিশু। হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, চলছে লুটতরাজ। ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। প্রাণ বাঁচাতে আমাদের মতো তারাও বাংলাদেশ সীমান্তের দিকে পালিয়ে আসছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে আরাকানের গহীন পাহাড়ে। সীমান্ত থেকে দূরবর্তী রোহিঙ্গারা নৌকায় করে অনিশ্চিৎ যাত্রা করছে বঙ্গোপসাগরে। আরাকানে বিরাজ করছে ভয়াবহ মানবিক বিপর্যয়।’
রোহিঙ্গা নেতারা বলেন, ‘আরাকানে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের জাতিগত ও নাগরিক অধিকারসহ আমাদের মাতৃভূমিতে ফিরে গিয়ে দুঃখময় শরণার্থী জীবনের অবসান চাই। এজন্য বিশ্বের সকল মানবিক শক্তির ঐক্যবদ্ধ উদ্যোগ কামনা করছি।’
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
পাঠকের মতামত: